সাজেদুল ইসলাম, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর উপজেলার ছাবিনগর গ্রামে ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করেছে এক বখাটে যুবক। এ বিষয়ে রবিবার (০৩.০৫.২০২০) সকালে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে পুলিশ আজই ধর্ষক জুয়েলকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে।
ধর্ষণের শিকার মেয়েটির মা জানিয়েছেন,
দীর্ঘদিন ধরে একই গ্রামের আল-আমিন বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তার মেয়ে তাতে সাড়া না দেয়ায় জুয়েল হুমুুকি-ধামকি দিতো।
এ বিষয়ে ছেলের অভিভাবকে বারবার জানানো সত্বেও তারা কোন ব্যবস্থা নেয়নি। গত ৩০ এপ্রিল সকালে মেয়েটি একই গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ সময় বখাটে জুয়েল ও তার সহযোগী চাচাতো ভাই পাভেল তাকে জোর করে পার্শ্ববর্তি একটি বাড়িতে নিয়ে ঘরে আটকে রেখে জুয়েল মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনা খুলে বলে। এ বিষয়ে মেয়েটির মা তখনি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানিয়ে ঘটনার বিচার দাবি করেন। দুই দিন পার হয়ে গেলেও কোন সুরাহা না হওয়ায় রবিবার (০৩.০৫.২০২০) মেয়েটির মা নাছরিনা বিবি বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেন। মেয়েটি স্থানীয় আল-আরাবিয়া মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
এ বিষয়ে সংশ্লিষ্ট গয়েসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হালিম মোল্ল্যা বলেন, বিষয়টি স্পর্শকাতর বলেই গ্রাম্য সালিশ না করে আমি মেয়েটির মাকে থানায় পাঠিয়েছি।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার সরকার বলেন, মূল আসামীকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে মাগুরা পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment