গাজীপুরে ৮ই মে পর্যন্ত ১০ জন পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

08 May, 2020

গাজীপুরে ৮ই মে পর্যন্ত ১০ জন পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত



আলোর পথ ডেস্ক:  
শুক্রবার (৮ মে) পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১০ শ্রমিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
কোভিড-১৯ শনাক্ত চার পোশাক শ্রমিক হাসপাতালে ভর্তি এবং ছয়জন হোম আইসোলেশনে রয়েছেন।
সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার।
গাজীপুর শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে করোনা পজেটিভ ১০ শ্রমিক মধ্যে দুই শ্রমিক গাজীপুরে ও ৮ শ্রমিক বিভিন্ন জেলায় নমুনা পরীক্ষার পর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে তিনজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অন্য ৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।

কোভিড-১৯ শনাক্তের মধ্যে রয়েছে জিএমপি’র গাছা থানার বড়রাড়ী এলাকার একটি পোশাক কারখানার একজন পুরুষ শ্রমিক বয়স (২৪)। তাঁর বাড়ি রংপুর জেলায়। সাইনবোর্ড এলাকার একটি পোশাক কারখানার একজন পুরুষ শ্রমিক বয়স (২৫)। তাঁর বাড়ি লালমনিরহাট জেলায়।
এছাড়াও টঙ্গীর মুদাফা এলাকার একটি পোশাক কারখানার এক পুরুষ শ্রমিক বয়স (৩৫) বাড়ি নওগাঁ জেলায়। টঙ্গীর আউচপাড়া এলাকার এক কারখানার দুই শ্রমিক। একজন পুরুষ বয়স (২৮) অপরজন নারী বয়স (২১)। তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলায়।
অপরদিকে জয়দেবপুর থানার নতুন বাজার এলাকার একটি কারখানার একজন পুরুষ শ্রমিক বয়স (৩৫)। তাঁর বাড়ি জয়পুরহাট জেলায়। বাঘেরবাজার এলাকার দুই কারখানার তিন নারী শ্রমিকসহ ৪ জন। চারজনই সুনামগঞ্জে জেলার। পুরুষ শ্রমিকের বয়স (৪৫), দুই নারী শ্রমিকের বয়স (৩০) অপর জনের বয়স (১৯)।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, কোভিড-১৯ শনাক্ত ৬ পোশাক শ্রমিক হোম আইসোলেশনে রয়েছেন। কোভিড-১৯ শনাক্ত দুই শ্রমিকের নমুনা পরীক্ষা গাজীপুরে হয়েছে। অন্য চারজন তাদের নিজ জেলায় নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. রফিকুল ইসলাম বলেন, কোভিড-১৯ শনাক্ত পোশাক কারখানার তিনজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনই আলাদা পোশাক কারখানার শ্রমিক।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, শুক্রবার (৮ মে) পর্যন্ত গাজীপুরে ৭ পোশাক কারখানা ১০ জন শ্রমিক করোনা পজেটিভ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গত ২৬ এপ্রিল প্রথম জয়পুরহাট জেলার এক শ্রমিক কোভিড-১৯ শনাক্ত হলে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর প্রহেলা মে নওগাঁ জেলার এক শ্রমিককে টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে, ২ মে রংপুর জেলার একজন এবং ৬ মে লালমনিরহাট জেলার এক শ্রমিককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও কোভিড-১৯ শনাক্ত আরো ৬ শ্রমিক হোম আইসোলেশনে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার আরো বলেন, কোভিড-১৯ শনাক্ত দুই শ্রমিকের নমুনা পরীক্ষা গাজীপুরে হয়েছে। অন্য আটজন তাদের নিজ জেলায় নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। 

সোর্সঃ গাজীপুর কন্ঠ। 


No comments:

Post a Comment