গাজীপুরে বিভিন্ন কৌশলে শহর ছাড়ছে মানুষ, রাতের আঁধারে পুলিশকে ফাকি দিয়ে ছুটছেন গ্রামে - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

24 May, 2020

গাজীপুরে বিভিন্ন কৌশলে শহর ছাড়ছে মানুষ, রাতের আঁধারে পুলিশকে ফাকি দিয়ে ছুটছেন গ্রামে


স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ 
গাজীপুরের  বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশের চেকপোস্টগুলো  থাকলেও তাতে তেমন কড়াকড়ি চোখে পড়েনা রাতের আঁধারে।  ফলে ঈদুল ফিতরের ছুটিতে ব্যক্তিগত গাড়িতে করে নির্বিঘ্নে শহর ছাড়তে বা প্রবেশ করতে পারছেন সাধারণ মানুষ। ট্রাফিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কিছুটা পথ পায়ে হেঁটে এবং কিছুটা পথ ছোট ছোট পরিবহনে করে শিল্পনগরী গাজীপুর এর কোনাবাড়ী, শফিপুর এবং চন্দ্রা এলাকায় কর্মরত মানুষ ঈদ কাটাতে শহর ছেড়ে গ্রামের পথে ছুটছেন অসংখ্য মানুষ। সড়ক পথে পুলিশি বাধা থাকলেও খুব একটা ভিড় দেখা যায়নি, তবে গাজীপুর থেকে বের হওয়ার জন্য চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস এবং চন্দ্রা ত্রিমোড়  বিশেষ নজর রাখছেন গাজীপুর ট্রাফিক বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা  বাহিনী।    


ভোগড়া বাইপাস এলাকার নুর নবী নামে এক পথচারী জানান, চেকপোস্টগুলো সড়িয়ে ব্যক্তিগত গাড়িগুলো চলাচলে কোনও বাধা দেওয়া হচ্ছে না। তবে রাতের আঁধারে ব্যক্তিগত গাড়ীগুলোতে সাধারণ মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত গাড়ীগুলোতে সাধারণ যাত্রী থাকায় টাকা নিয়ে ছেড়ে দেয়ার কথা জানান তিনি।           

এর আগে, গত ১৮মে থেকে গাজীপুর  প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েকদিনে নানা অজুহাতে কোনাবাড়ী সহ গাজীপুর ছাড়ছে নগরীর অসংখ্য মানুষ। নিষেধাজ্ঞা ওঠার পর শুক্রবার সকাল থেকে ব্যক্তিগত গাড়িতে করেও কিছু সংখ্যক মানুষ শহর ছেড়ে যাচ্ছেন। প্রতিটি বের হওয়ার রাস্তায় হাতেগোণা কিছু প্রাইভেটকার গাজীপুর ছাড়ছে। তবে পায়ে হেঁটে বা ভেঙে ভেঙে গাজীপুর ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা অনেক।

কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, ' কোনাবাড়ী এলাকায় গাড়ির ফ্লো কম। দুয়েকটা করে গাড়ি ছাড়ছে। পায়ে হেঁটেও মানুষজনকে এলাকা ছাড়তে দেখা গেছে। তাদের সংখ্যাই বেশি।' তবে তারা বিশেষ কারন না দেখাতে পারলে আমরা আইন অনুযায়ী জরিমানা করার ব্যবস্থা করছি।     

তিনি আরো বলেন " ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তবে আজ যান চলাচল কম। সাধারণ মানুষ অন্য উপায়ে রাতের আধারে গাজীপুর  ছাড়ছেন বেশি।'

No comments:

Post a Comment