আলোর পথ ডেস্ক:
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাস বা কোভিড ১৯ পজিটিভ হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জন। এ সময়ের মধ্যে দেশে করোনা আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। মৃতদের মধ্যে পুরুষ ৫ জন এবং মহিলা দুইজন।
গত ২৪ ঘন্টায় দেশে ৫ হাজার ৯৪১ জন এর নমুনা পরীক্ষা করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনা পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯১ জন সু্স্থ্য হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ্য হয়েছেন ২ হাজার ১০১ জন।
বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৩৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৫ হাজার ৯৫১টি পরীক্ষা হয়েছে। এনিয়ে মোট ১ লাখ ১১ হাজার ৪৫৪ জনের পরীক্ষা করা হয়েছে।
বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সুস্থ হয়েছে রাজশাহী বিভাগের হাসপাতালগুলোতে। এরপর রয়েছে চট্টগ্রাম এবং ঢাকার হাসপাতালগুলো।
যারা মারা গেছে তাদের মধ্যে এক জনের বয়স ৯০ বছর। এছাড়া ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের মধ্যে দুইজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে এবং দুইজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
No comments:
Post a Comment