শাহরাস্তিতে তৃতীয় ধাপে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আল হাসানাইন পরিবারের শিক্ষা বৃত্তি প্রদান - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

14 May, 2020

শাহরাস্তিতে তৃতীয় ধাপে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আল হাসানাইন পরিবারের শিক্ষা বৃত্তি প্রদান


চাঁদপুর প্রতিনিধি:  
শাহরাস্তিতে তৃতীয় ধাপে মেধাবী অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক বৃত্তি ও নগদ অর্থ প্রদান করা হয়। গত দশ রমজান থেকে এ কর্মসূচি চালু হয়ে তৃতীয়বারের মতো শিক্ষা সহায়ক নগদ অর্থ প্রদান করা হয়। শাহরাস্তির দশনাপাড়া মাদ্রাসা, বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়, উয়ারুক, দোয়াভাঙ্গায় তিন ধাপে শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান করা হয়।

আল হাসানাইন ইসলামী কল্যাণ ট্রাস্ট এর পরিচালক ও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন কাসেমী জানান আমাদের এই শিক্ষা সহায়ক বৃত্তি শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার কাজে ব্যবহৃত হয়। আমরা কোনভাবেই চাইনা সোনার বাংলা থেকে একটি মেধাও ঝরে যাক। এজন্যই মেধাবী শিক্ষার্থীদের মাঝে আমরা অসহায় ও নগদ অর্থ বিতরণ করে থাকি। ভবিষ্যতেও এ কর্মসূচি চলমান থাকবে।

No comments:

Post a Comment