আটপাড়ায় ইউ এনও এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

15 May, 2020

আটপাড়ায় ইউ এনও এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ


তানজিলা আক্তার রুবি:
নেত্রকোণা জেলার আটপাড়া় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা প্রতিদিন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। বর্তমান প্রেক্ষাপটে করোনার এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্নমধ্যবিত্ত আয়ের সাধারণ মানুষ । এ বিষয়টি মাথায় রেখে আটপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহফুজা সুলতানা নিজ উদ্যোগে প্রকৃত অসহায় ব্যক্তি এবং যারা এখনও কোন এাণ পায়নি তাদের খোঁজ নিয়ে হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী। করোনা সনাক্ত রোগীর নিয়মিত খুজ খবর রাখছেন এবং রোগীর লকডাউন এরিয়ায় খাদ্য অভাবে যারা আছেন তাদের হাতেও খাদ্য সামগ্রী তুলে দিছেন। এরই ধারাবাহিকতায় গত ১২ই ও ১৩ই মে  ৫০ টিরও অধিক পরিবারের সদস্যদের মাঝে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সন্ধার পর  সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ ত্রাণ হাতে তুলে দেন তিনি। এছাড়া যখনই উপজেলার বিভিন্ন স্হান থেকে কোন ব্যক্তি বা পরিবারের পক্ষ থেকে অভাব অনটনের কথা জানানো হয় তখনই সেখানে ছুটে গিয়ে যাচাই বাছাই করে  নিজ হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন।  আর এই কাজে নির্বাহী অফিসারকে সহায়তা করছে সেচ্ছাসেবক টিম। ত্রাণ বিতরনের পাশা পাশি  মানুষকে সরকারের স্বাস্হ্যবিধি মেনে চলার এবং অন্যদের সচেতন করার পরামর্শ  দিচ্ছেন।  প্রাপ্ত লোকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ত্রাণ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।

এ নিয়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা'র সাথে কথা বললে তিনি জানান, "এ ধরনের কার্যক্রম প্রতিনিয়তই অব্যাহত থাকবে এবং প্রকৃত অসহায় ব্যক্তিদের খুজে বের করে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেয়া হবে। "

No comments:

Post a Comment