কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে এমপির ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

20 May, 2020

কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে এমপির ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ


তানজিলা আক্তার রুবি :
নেত্রকোণা জেলা, কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের এমপি অসীম কুমার উকিলের    মহোদয়ের   নিজস্ব  অর্থায়নে    ঈদ উপলক্ষে ১৯শে মে অসহায়দের মাঝে বস্ত্র   বিতরণ করেন।

গন্ডা ইউনিয়নের চেয়ারম্যান সন্জু মিয়া এমপি মহোদয়ের নির্দেশে গন্ডা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ৪০০ জন অসহায় পরিবারের  মাঝে শাড়ী, লঙ্গী সেমাই,চিনি,ইত্যাদি বিতরণ করেন  । 

উক্ত বিতরণের সময় গন্ডা ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীবৃন্দ  উপস্থিত ছিলেন।    তাছাড়া এ বিতরণীর সময় দূরত্ব বজায় রেখে বিতরণ কার্য সম্পাদন করেন।          

No comments:

Post a Comment