রিপোর্ট: মোঃ সাজেদুল ইসলাম
মাগুরা জেলা প্রতিনিধি
১৩.০৫.২০২০
COVID_19_আপডেট
(বুধবার সকাল পর্যন্ত)
বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন-২০২ জন।
অদ্যাবধি হোম কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র পেয়েছেন-২০১৭ জন।
বর্তমানে হোম আইসোলেশনে আছেন-১৬ জন।
অদ্যাবধি হোম আইসোলেশন থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন-৩ জন।
বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন-০ জন।
অদ্যাবধি প্রাতিষ্ঠানিক আইসোলেশন হতে ছাড়পত্র পেয়েছেন-৪ জন।
অদ্যাবধি মোট আইসোলেশনে গিয়েছেন-২৩ জন।
অদ্যাবধি মোট আইসোলেশন হতে ছাড়পত্র পেয়েছেন -৭ জন।
এ পর্যন্ত মোট সন্দেহজনক নমুনা প্রেরণ সংখ্যা = ৪০৭ টি।
মাগুরা সদর উপজেলা = ১২২ টি।
মোহাম্মদপুর উপজেলা= ৪৮ টি।
শালিখা উপজেলা = ১৩৪ টি।
শ্রীপুর উপজেলা = ১০৩ টি।
এ পর্যন্ত প্রাপ্ত নমুনাসমুহের রিপোর্ট সংখ্যা=৩১৩ টি।
গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ-৪ টি।
এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে মোট করোনা পজিটিভ-১৯ টি।
মোট প্রাপ্ত রিপোর্টে করোনা নেগেটিভ-২৯৪ টি।
# ঘরে থাকুন।
# স্বাস্থ্যবিধি মেনে চলুন,সুস্থ থাকুন।
# গুজবে কান দিবেন না বা গুজব ছড়াবেন না।
# নিজে সচেতন হোন,অন্যকেও সচেতন করুন।
আজ মাগুরাতে নতুন করে ০৪ জনের করোনা সনাক্ত হয়েছে।তার মধ্যে ০১ জন ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয়, ০১ জন এই হাসপাতালেরই মেডিকেল অফিসার, আর ০২ জনের মধ্যে একজন শ্রীকোল ইউনিয়ন ও অন্যজন নাকোল ইউনিয়ন এর চেয়ারম্যান।
এখন পর্যন্ত মাগুরাতে মোট করোনা সনাক্ত হয়েছে ১৯জন।
সদর উপজেলা-০৭জন
শ্রীপুর উপজেলা-০৬জন
শালিখা উপজেলা-০৫ জন
মোহাম্মদপুর উপজেলা-০১জন
No comments:
Post a Comment