মোঃ মোখলেছুর রহমান স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া খাদ্যসামগ্রী ১৫ শতাধিক অসহায় কর্মহীন দুস্থ প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমদ। বৃহস্পতিবার (৭ই মে) সকাল ১০ টা সময় কাউন্সিলর এর অফিসের সামনে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তিনি বলেন,পর্যায়ক্রমে ওয়ার্ডের সকল অসহায় হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এর কাছ থেকে বরাদ্দকৃত ১ হাজার খাদ্যসামগ্রী সুশৃঙ্খল ভাবে স্বাস্থ্য বিধিমেনে ৭ নম্বর ওয়ার্ডে অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার অসহায়দের মাঝে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন,অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ূন কবির খাঁন,সহ-সভাপতি মোঃ জয়নুদ্দিন খাঁন, ত্রাণ কমিটির আহবায়ক মোঃ আলাউদ্দিন পালোয়ান,সদস্য সচিব ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment