তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মানিক মিয়াকে ক্লোজ করার খবরটি বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ায় সকল গণমাধ্যম কর্মীদের খুনের হুমকি দেন এস আই মানিক মিয়া।
শুক্রবার (১ মে) বিকাল ৪টার দিকে টাইগার টিভি’র জেলা প্রতিনিধি সাব্বির মির্জাকে ফোন করে হুমকি দেন।
ফোনের রেকর্ডে মানিক মিয়া বলেন, চাকুরি গেলে আমি তো শেষ নাকি, আমার পরিবার শেষ কিন্তু আমার যে ক্ষতি করবে তার পবিরার যত থাকবে লাশ পড়বে। চাকুরি না থাকলে আমার মাথা ঠিক নাই। একটা খুন, দশটা খুন। আমার চাকুরি না থাকে তাহলে আমি তো কাউকে ছাড়বো না। তখন আমি আমার জীবনের মায়া করবো না। আর যাই, যাই ক্ষতি করেছে তার পরিবার একেবারে নিঃস্ব করে ছেড়ে দিবো তখন। আমার তো জ্ঞান বুদ্ধি থাকবে না তখন। আমি মরছি মরছি, কিন্তু কতজন আমার সাথে মরবে তার ঠিক নাই।
আর ওরা ওখানে থেকে বিভিন্ন সাংবাদিকরা আমাকে ফোন দেয়, বলে স্বাক্ষৎকার, আমি বলি গুষ্টি মারি স্বাক্ষৎকারের তোমরা যা পারবে তা লিখো। কারা কারা লেখছে আমি শুধু নোট করছি। ওর গুষ্টিসহ যদি আমি না শেষ করতে পারি তাহলে আমার নাম মানিক না।
অবশ্য তিনি স্বীকার করেছেন ওইদিন উল্লাপাড়া থেকে তাড়াশে এসে সানোয়ারের সাথে উপজেলার তালম গ্রামে গিয়েছেন।
উল্লেখ্য, অভিযুক্ত এসআই ডাক্তারী ছুটিতে থাকাকালীন সময় নিজ থানা ছেড়ে পাশ্ববর্তী থানা তাড়াশ এসে তাড়াশ প্রেসক্লাবের সাংগঠসিক সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজুকে সঙ্গে নিয়ে তাড়াশ উপজেলার তালম শিবপাড়া এক ব্যাবসায়ীকে হোম কোয়ারেন্টানে রাখার ভয় দেখিয়ে চাঁদা নেওয়ার চাঁদা আদায় করেন। পরে ভুক্তভোগীর স্ত্রী নিজেই উল্লাপাড়া মডেল থানার ওসির নিকট এমন অভিযোগ করেন। পরবর্তীতে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তারাও ওসির মাধ্যমে অবগত হন। এরপর, দায়িত্ব অবহেলার দায়ে সাব ইন্সপেক্টর মানিককে ক্লোজ করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।
No comments:
Post a Comment