শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় মহিষার ইউনিয়নের মাধ্যমে সরকারি ত্রান সামগ্রী বিতরণ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

12 May, 2020

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় মহিষার ইউনিয়নের মাধ্যমে সরকারি ত্রান সামগ্রী বিতরণ


রেদওয়ান বিন কবির জেলা প্রতিনিধি,শরীয়তপুর।
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় মহিষার ইউনিয়ন এর মাধ্যমে সরকারি চাল ডাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জনাব হাজী নুরুল ইসলাম শিকদার। ১১ মে রোজ সোমবার সকাল ৮ঘটিকার থেকে      এই হামারি এই করোনা ভাইরাস কোভিট(১৯)এর ফলে নিন্ম থেকে মধ্য বিত্তবান দের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।প্রায় ৩৭০ টি পরিবারের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।।তবে স্থানীয় কিছু এলাকাবাসি এই ত্রান সামগ্রী পায়নাই বলে অভিযোগ ও করেছেন।তবে স্থানীয় মেম্বার রা বলেন ৩৭০ জনের মধ্যে কেউই এই ত্রান পাওয়ার বিষয় বাদ যায় নি।প্রতি পরিবারের মাঝে ১৫কেজি চাল,,১কেজি আলু,,ও ১/২হাফ কেজি পিয়াজ বিতরণ করা হয়েছে বলে জানান।এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলার সমাজ সেবা অফিসার ১/জনাব আনিছুর রহমান তপু ২/ইউপি চেয়ারম্যান জনাব হাজী নুরুল ইসলাম শিকদার ৩/মোঃদোলন হাওলাদার ৫নং ওয়ার্ড মেম্বার ৪/নুরুল ইসলাম সরদার ১নং ৫/মোঃশহিদুল্লাহ তপাদ্দার ৮নং ৫/মোজাম্মেল মৃধা ৭নং ৬/তোতা সরদার ৯নং ৭/আজম বেপারী ২নং ৮/নুরুজ্জামান মনির ৪নং ৯/মোসাঃনাসিমা বেগম সংরক্ষিত আাসন ৭,৮,৯নং ১০/ডালিয়া বেগম সংরক্ষিত ৪,৫,৬নং ও ১১/কল্পনা আক্তার সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ড মেম্বার

No comments:

Post a Comment