ভেদরগঞ্জ উপজেলায় ইউরো বাংলা ফাউন্ডেশন এর চেয়ারম্যানের নিজ অর্থায়নে ত্রান বিতরণ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

08 May, 2020

ভেদরগঞ্জ উপজেলায় ইউরো বাংলা ফাউন্ডেশন এর চেয়ারম্যানের নিজ অর্থায়নে ত্রান বিতরণ


রেদওয়ান বিন কবির,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ইউরো বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ নুরুল ইসলাম মিয়া এর নিজ অর্থায়নে ৩৫০ গরিব,হত দরিদ্র,না খাওয়া মানুষের মাজে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেন।মহামারি এই করোনা ভাইরাস কভিট (১৯) এর ফলে যখন হত দরিদ্র খেটে খাওয়া মানুষ খাবার পাচ্ছিলো না ঠিক তখনি ভেদরগঞ্জ উপজেলার কৃতি সন্তান বর্তমানে সুইজারল্যান্ড প্রবাসী ও ইউরো বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ নুরুল ইসলাম মিয়া সাধারণ মানুষের পাশে এসে দারালেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যখন ইউপি চেয়ারম্যান,মেম্বার দের বিরুদ্ধে চাল চুরি করার অভিযোগ আসছে ঠিক তখনিই হত-দরিদ্র না খাওয়া মানুষের পাশে এসে দারালেন এই দান বীর মানুষ নুরুল ইসলাম মিয়া।তার এই ত্রানের সাহায্যেে প্রায় ৩৫০ টি পরিবার খাবার সামগ্রী পাচ্ছে এই উপজেলায়।সুইজারল্যান্­ড থেকে ভিডিও কলের মাধ্যমে নুরুল ইসলাম মিয়া বলেন i am trying to help poor people all time. তিনি বলেন আমি আমার এই সংস্থার মাধ্যমে আমার এলাকার প্রত্যেকটি হত-দরিদ্র মানুষের মাঝে এই মহামারির সময় ত্রাণ বিতরণ করে যাবো এবং এটি অব্যাহত থাকবে।এই ত্রান সামগ্রী হলোঃ--১/চাল ৮ কেজি ২/ডাল ১কেজি ৩/আলু ২কেজি ৪/ছোলা বুট ১কেজি এবং এন্টিসেপ্টিন সাবান ১টি। স্থানীয় এলাকাবাসী বলেন চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে আমরা কোনো সাহায়্য পাইনি আমাদের এই ইউরো বাংলার চেয়ারম্যান নুরুল ইসলাম মিয়া যে ত্রাণ আজ দিছে আমরা সকল সাধারণ মানুষ তাকে ধন্যবাদ জানাচ্ছি।আল্লাহ তাকে হায়াত দরাজ করুক।এই ত্রাণ দেওয়ার সময় উপস্থিত ছিলেন।মোঃআনিছুর রহমান (তপু)সমাজ সেবা অফিসার ভেদরগঞ্জ উপজেলা, মান্নান খন্দকার-ম্যানেজার ইউরো বাংলা ফাউন্ডেশ। মোঃরফিকুল ইসলাম মিয়া-নুরল ইসলাম মিয়ার ছোট ভাই, মিয়া ফারুক আহমেদ-সাবেক চেয়ারম্যান ইউরো বাংলা ফাউন্ডেশ ও মডেল স্কুল, মোঃজাঙ্গির আলম ও  হেনা বেগম-লোন অফিসার ইউরো বাংলা,  মোঃরুহুল আমিন-প্রধান শিক্ষক ইউরো বাংলা ফাউন্ডেশ মডেল স্কুল, মাস্টার মোঃ জসিম উদ্দিন-শিক্ষক ইউরো বাংলা ফাউন্ডেশ মডেল স্কুল,
হরিচাত রংদার-লোন অফিসার ইউরো বাংলা ফাউন্ডেশ।

No comments:

Post a Comment