মাদারীপুর জেলায় আম্পানের তান্ডবে লন্ড বন্ড - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

21 May, 2020

মাদারীপুর জেলায় আম্পানের তান্ডবে লন্ড বন্ড


মোঃএনায়েত হোসে, মাদারীপুর:

মাদারীপুর সদর জেলা সহ  কালকিনি,রাজৈর,শিবচর এর বিভিন্ন এস্থানে বোর ধানের ব্যাপক খয় খতি হয়। এছাড়া মৌসুমি ফসল শাকসবজির ব্যাপক খতি হয়।এর মধ্যে রয়েছে তরমুজ, করল্লা, পটোল, মিস্টি কুমড়া এছাড়া ও বিভিন্ন ধরনের তরকারি সহ বিভিন্ন শাকসবজি।

আরো অনেক এলকায় দেখাযায় যে আম,লিচু,ও কাঠালের ব্যাপক খতি হয়। আম্পানের আক্রোশে কিছু কিছু এলাকায় গাছ পালা উপরেফেলে, ঘর বাড়ি দুমড়ে মুছড়ে লন্ড বন্ড করে।এতেকরে কিছু পরিবার অসহায় হয়ে পড়েন। তবে কোথাও কোন প্রান হানির কোন খবর পাওয়া যায়নি।

No comments:

Post a Comment