হোমনা উপজেলার প্রকৃত হতদরিদ্রদের ত্রাণ তালিকা যাচাই-বাছাই - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

13 May, 2020

হোমনা উপজেলার প্রকৃত হতদরিদ্রদের ত্রাণ তালিকা যাচাই-বাছাই


মইনুল ইসলাম মিশুক, হোমনা , কুমিল্লা প্রতিনিধি:
আজ হোমনা উপজেলার ঘাগুটিয়া, দুলালপুর ও আসাদপুর ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ড এর হতদরিদ্রদের  তালিকা যাচাই- বাছাই কার্যক্রম তদারকি ও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ হোসেন জাকির, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার বৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, সচিব বৃন্দ এবং ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ। 

উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবং দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বিদ্যমান করোনা পরিস্থিতিতে হোমনা উপজেলার কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের (দিনমজুর, রিকশা, ভ্যানচালক, নির্মাণ শ্রমিক, চা-বিক্রেতা, কাজের বুয়া,মিস্ত্রি......)   মোট ৬৬৬০ জনের তালিকা প্রনয়ন করা হয়েছে। বিদ্যমান তালিকার ডাটাবেইজ সঠিকভাবে প্রণয়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে উপস্থিত হয়ে যাচাই করেন। কোন ভুল তথ্য সংগ্রহ করা হলে এবং প্রকৃত হতদরিদ্র না হলে তাদের তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশনা প্রদান করেন।

No comments:

Post a Comment