শাহরাস্তি, চাঁদপুর প্রতিনিধি:
বিশ্ব যখন করোনা ভাইরাস এর প্রভাবে ক্ষমতাসীন দেশ গুলো করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পাচ্ছে না তার থেকে আমাদের এই ছোট দেশ বাংলাদেশ ও ভালো নেই ঠিক সেই সময় এ সরকারের পাশা পাশি সরকার এর বিভিন্ন অঙ্গ সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ভাবে যাতে করে সাধারণ মানুষ গুলি করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পায় এবং দেশ থেকে করোনা ভাইরাস মানুষের প্রান যাতে বেশি কেড়ে নিতে না পারে তাই তারা মানুষকে বোঝানুর পাশা পাশি বিভিন্ন ভাবে সাহায্য করে যাচ্ছেন। জয় বাংলা স্কোয়াড শাহরাস্তি স্বেচ্ছাসেবক টিম যারা কাজ করছে তারা সবাই বলেন যে আমরা এই মহামারী থেকে আমাদের শাহরাস্তি বাসিকে রক্ষা করার লক্ষ্যে কাজ করার জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। আমাদের সেবা সমূহের যা যা রেখেছি তা হচ্ছেন,
১.ইমারজেন্সি পরিবহন
২.নিত্য প্রয়োজনীয় খাদ্য -সামগ্রী পরিবহন
৩.নিরাপত্তা সামগ্রীর ও ঔষধ সরবারহ
৪.তথ্য হাব(এরিয়া ভিত্তিক)
৫.ইমারজেন্সি স্বাস্থ্য সেবা সহায়তা
আমাদের হটলাইন সমূহ
**..০১৯৭০৫৫৮৫৭৪
**.০১৬৭৬৯৮৬৬০০
**.০১৮২৩০৩০৯০৮
**.০১৭১৫১৯৪১৬৪
**.০১৭১২৩২১৫৯৯
আমরা সর্বদা মানুষের সেবা দিতে প্রস্তুত। পরিশেষে জয় বাংলা স্কোয়াড একজন সদস্য মোঃ হাবিব জয় বাংলা স্কোয়াড থাকা বাংলাদেশের প্রতিটি জেলার ভাই বন্ধুদের
অসংখ্য ধন্যবাদ জানান এবং পাশা পাশি সবার সুস্থতা কামনা করেন ও তার নিজ শাহরাস্তি পৌরসভা স্বেচ্ছাসেবক টিম ধন্যবাদ জানান তাদের পাশে থাকার জন্য যারা এই প্রাকৃতিক দুর্যোগে ঝড় বৃষ্টি ও করোনা ভাইরাস এর উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে তাদের সেবা সামগ্রী পৌঁছে দিয়ে থাকেন
No comments:
Post a Comment