শাহরাস্তিতে কিশোর গ্যাংদের দৌরাত্ম্য - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

01 May, 2020

শাহরাস্তিতে কিশোর গ্যাংদের দৌরাত্ম্য

চাঁদপুর প্রতিনিধি: 
কিশোর বয়স আট থেকে পনের বড়জোর আঠারো। যখন বইয়ের টেবিলে বসে,ঘরের কোনে থেকে লকডাউনে সময় পার করার কথা তখন গ্রামের পর গ্রাম চষে বেড়িয়ে ক্ষুদ্র চাষি ও খামারীদের হাঁস মুরগী চুরি করছে,জড়িয়ে পড়ছে সহপাঠী তরুনীদের উত্যাক্ত করার মাঝেও। ছোট ছোট অপরাধ আর সমবয়সী বন্ধু দের আড্ডার থেকে জড়িয়ে পড়ছে কিশোর গ্যাংয়ের সাথে। এভাবেই আমার আপনার সন্তান র ভাইগুলো সামাজিক অপরাধের সাথে জড়িয়ে পড়াশুনা আর নিজের জীবন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কিছু জায়গায় এলাকার দখলদারিত্ব ও হুমকি ধমকি ও মারামারি হচ্ছে। উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে এমন চিত্রই এখন হরহামেশা। স্থানীয় চেয়ারম্যান বারবার বিষয় গুলোতে নজর দিলেও বাবা মা আর পরিবারের অসচেতনতার ফলে তারা আবার বারও জড়িয়ে পড়েন৷ ভুক্তভোগী পরিবারের লোকজন জানান কিশোর দের অপরাধের কারনে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বছরে। স্থানীয় বাসিন্দারা জানান এ কিশোর দের তোপের মূখে কোন কিছু করা যাচ্ছে না। 

তারা জানান এর থেকে মুক্তি পাবার জন্য সকলের সহায়তা লাগবে। কিশোর গ্যাংদের এ নৈতিক ক্ষয়ের বিষয়ে নোয়াগাও উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ডাঃমো জালাল উদ্দিন কাশেমী বলেন দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধের অভাবেই অামাদের কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি আরো বলেন মানবতা,পারস্পরিক সহায়তা,বাজে আড্ডা,সন্তানের প্রতি বাবা মায়ের বন্ধু সুলভ আচরন,দেশপ্রেম, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সামাজিক নানা কর্মকান্ডই পারে আমাদের কিশোরদের অপরাধী হবার হাত থেকে বাঁচাতে।

No comments:

Post a Comment