মাসুদ মিয়া সাগর, নরসিংদীঃ
নরসিংদী জেলা,পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের মান্নান ,বয়স ৪০,পিতা :ঈমান উদ্দিন(মৃত)।তিনি পেশায় একজন সি এন জি ড্রাইভার ছিলো। তিনি ২৮ এপ্রিল সন্ধ্যায় সি এন জি চালাতে ঘোড়াশাল যায়। তখন পুলিশ তাকে বাধা দেয় এবং এক পর্যায়ে পুলিশ তাকে লাঠি চার্চ করে । এসময়ে ঘোড়াশাল পুলিশ ফাড়ির বজলুল এর লাঠির আঘাতে তার মৃত্যু হয়, এটা ভাটপাড়া বাজার এর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলে স্থানীয়রা জানায়।
পরে তার এই মৃত্যু কে কেন্দ্র করে স্থানীয় সি এন জি চালকরা আন্দোলন শুরু করে। পরে পাঁচদোনা ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব মিজানুর রহমান ও নরসিংদী থানার সার্কেল এস পি তাদের সঠিক বিচার হবে বলে জানিয়েছেন। এবং লাশ তদন্তের জন্যে থানায় নিয়ে যায়। এ সময় এলাকাবাসীরা ও সি এন জি চালকরা তার মৃত্যু এর সঠিক বিচার চান এবং তার দুই ভাই মুখলেছ ও সোহরাব এর সঠিক বিচার চান বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
No comments:
Post a Comment