গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে যখন করোনা ভাইরাস মহামারী নিয়ে আতংকিত। তখন গাজীপুরে কিছু কারখানা শ্রমিকদের নিরাপত্তা না দিয়েই চালু রেখেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পোশাক কারখানা চালু রাখায় গাজীপুরের কোনাবাড়িতে মেডিটেক্স লিমিটেড ও রেজাউল এ্যাপারেলস লিমিটেড নামের দুইটি পোশাক কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
কিছু কিছু কারখানায় দেখা গেছে ভিন্ন চিত্র। বাইরে ছুটির নোটিশ ভিতরে চলছে শ্রমিকদের দিয়ে পোশাক উৎপাদন।
দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী দুই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় সেনাবাহিনীর একটি টহল টিম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)সদস্যর উপস্থিত ছিলেন।
- ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, মেডিটেক্স লিমিটেডকে ৩০ হাজার এবং রেজাউল এ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা নিষেধাজ্ঞা অমান্য করে কারখানা চালু রাখায় জরিমানা করা হয়েছে।
No comments:
Post a Comment