মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্য রাতে আশুলিয়া থানাধীন কবিরপুর মুন্সিপারা জামে মসজিদের সামনে মহাসড়কের উপর এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খাঁন (পিপিএম) জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাত কোনো এক গাড়ি বেপরোয়া গতিতে তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে চলে যায়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতের মর্গে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে অজ্ঞাত ব্যক্তির নাম ঠিকানা পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো জানান,অজ্ঞাত ব্যক্তির পরিচয় না পাওয়ায় লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামে দেওয়া হয়েছে। অজ্ঞাত ব্যক্তির নাম ঠিকানা জানতে প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment