স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ "ঘরে আইজক্যার চাইল আছিলো, মুসাফির ভাই চাইল না দিলে না খাইয়া মরতাম" বলছিল পথ শিশুদের একটি পরিবার। সবাই যখন ত্রান নেয়া দেয়ায় ব্যাস্ত তখন রেল স্টেশনে অনেক অভিভাবকহীন শিশুর কথা কারো মনে না থাকলেও মনে রেখেছে মুসাফির ইশকুল। শিশুদের লেখাপড়া গাজীপুর লকডাউন এর কারনে স্থগিত হয়ে গেছে তেমনই স্থগিত হয়েছে তাদের খাবারের ব্যবস্থাও। পড়াশোনার পাশাপাশি ১০ জন শিশুকে মাসিক খরচ দেয়ার দায়িত্ব নিয়েছিল এই স্কুল। এরই ধারাবাহিকতায় আরো কিছু পরিবার যোগ করে মোট ৪২ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ঘরের দরজায় পৌঁছে দিল মুসাফির ইশকুল এর স্বেচ্ছাসেবীরা।
স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন ও মুসাফির ইশকুলের যৌথ উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী হিসেবে বিতরণ করা প্রতি ব্যাগে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি তেল, হাফ কেজি লবন, ১ টি লাইফবয় সাবান, ১ টি হুইল সাবান ছিল। করোনা মোকাবেলায় দেশের দরিদ্র সাধারণ মানুষ গুলো যখন খাদ্য সংকটে তখন তাদের এমন উদ্যোগ প্রশংসনীয়।
এ বিষয়ে মুসাফির ইশকুলের প্রতিষ্ঠাতা ও বাঁধন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ইউনিটের সভাপতি বলেন, আমরা অতীতেও সাধারণ মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। আমাদের স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের জন্য কাজ করে থাকে। আমরা সামনে আরো কাজ করতে চাই। এমন কাজকে সাদুবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর এর সকল স্তরের মানুষ ও সমাজসেবক গণ।
No comments:
Post a Comment