স্টাফ রিপোর্টার (গাজীপুর):
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় রবিবার (১৯ এপ্রিল) রাতে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর কোনাবাড়ী থানার দক্ষিণ হরিনাচালা এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় এর সময় কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে আসামী আসামী ১। মোঃ রানা মিয়া (২৬), পিতা মোঃ সৈকত মিয়া, মাতা-মোসাঃ শাহানা খাতুন, সাং-দক্ষিণ বেজোড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ জালাল মিয়া (৩৫), পিতা-মোঃ বাহার মিয়া, মাতা-মোসা- কিতাবুন্নেসা, সাং-লামুয়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদ্বয়’কে গ্রেফতার করে।
এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের তল্লাশী করে আসামীদের নিকট হতে ২৪ (চব্বিশ) কেজি গাঁজা, ০১(এক) টি পিকআপ ভ্যান, নগদ ৪০০(চারশত) টাকা এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করে গাজীপুর কাশিমপুর এর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।
এ বিষয়ে গাজীপুর পোড়াবাড়ী র্যাব কমান্ডার লেঃ আবদুল্লাহ আল মামুন বলেন, "আসামীরা অবৈধভাবে মাদকদ্রব্য (গাজা) বিক্রির দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন/২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ) ধারার অপরাধ করেছে।
উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
No comments:
Post a Comment