গাজীপুর সদরে নিজস্ব অর্থায়নে ছাত্রলীগ নেতার হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

16 April, 2020

গাজীপুর সদরে নিজস্ব অর্থায়নে ছাত্রলীগ নেতার হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ


স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ  
গাজীপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ এর মহিলা বিষয়ক সম্পাদিকা জনাব মেহের আফরোজ চুমকি এমপি-র নির্দেশিকা অনুযায়ী গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক আর.এইচ টুটুল নিজস্ব অর্থায়নে নানাবিধ কার্যক্রমে অংশ নেন। যার মধ্যে ছিল ২০০টি পরিবারের হাতে একটি করে হ্যান্ড সেনিটাইজার তুলে দেয়া ও ৩০টি পরিবারের কাছে খাদ্য তুলে দেয়া। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ ছিল ৫কেজি চাল, আধা কেজি ডাল, ১কেজি আলু ও একটি করে সাবান।

এছাড়াও তিনি নিজ কাঁধে জীবাণুনাশক বহন করে তার নিজের গ্রাম পাড়াগাঁও এর প্রতিটি বাড়িতে বাড়িতে যেয়ে জীবাণুনাশক স্প্রে করেন। এ সময় তার গ্রামের ছাত্রলীগ কর্মীরা তার সাথে সহযোগীতা করেন।

এই ব্যাপারে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন, "আমি আমার জায়গা থেকে চুমকি আপার নির্দেশিকা অনুযায়ী যতটা পারছি করার চেষ্টা করছি। আমার সকলের কাছে অনুরোধ, আপনারাও যার যার অবস্থান থেকে করোনার মোকাবেলায় সোচ্চার হোন। মানুষই মানুষের জন্য। বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন, একমাত্র তিনিই পারেন আমাদেরকে রক্ষা করতে।"

No comments:

Post a Comment