শরীয়তপুরের করোনা আপডেট - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

30 April, 2020

শরীয়তপুরের করোনা আপডেট


রেদওয়ান বিন কবির, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলায় করোনা ভাইরাস কোভিট(১৯) এর ফলে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ছয় জন।আজ ৩০ শে এপ্রিল দুপুর বেলা ২টা ১৫মিনিটের সময় জরুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছেন।এ নিয়ে শরীয়তপুর জেলায় করোনা আক্রান্ত হয়েছে ২৯ জন।আর মারা গিয়েছে ২জন।
নতুন করে আজ ৬জন কোভিট(১৯) এ আক্রান্ত হয়েছে তাদের মধ্যে হলোঃ-ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের ২জন(আক্রান্ত ব্যক্তিরা সম্প্রতি কয়েকদিন আগে ঢাকা থেকে এসেছে)
শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন ও পৌরসভার ২জন।(আক্রান্তদের একজন পরিবারের সাথে ঢাকা বাসাবো থেকে ও অন্যজন ঢাকার নারায়ণগঞ্জ থেকে এসেছে)
নড়িয়া উপজেলার বিজারি ইউনিয়নের ১জন।(আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেছে বলে জানা গেছে।

এছাড়াও জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের থেকে ১জন আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে।(তিনি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছে)
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৬৫১ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৪৩০ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।যার মধ্যে করোনা ভাইরাস পজিটিভ এ পর্যন্ত মোট ২৯ জনের পাওয়া গেছে।তাই সাবাই কে সচেতন থেকে এই মহামারি পরিস্থিতি মোকাবেলার জন্য সকল কে ও সর্ব সাধারণ কে হোম-কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসন।  

No comments:

Post a Comment