গোসাইরহাটে ৫৩ বস্তা সরকারি চালসহ ইউপি সদস্য গ্রেফতার - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

26 April, 2020

গোসাইরহাটে ৫৩ বস্তা সরকারি চালসহ ইউপি সদস্য গ্রেফতার


রেদোয়ান বিন কবির, জেলা,প্রতিনিধি,শরীয়তপুর: শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নে ভ্রাম্যমাণ পুলিশি অভিযান চালিয়ে ৫৩বস্তা সরকারি চাল সহ ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন গ্রেফতার হয়েছেন।২৬ এপ্রিল রবিবার বেলা ১১ টার সময় গোসাইরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়ন থেকে ৫৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।সেখান থেকে ৫নং ওয়ার্ডের মেম্বার মোফাজ্জল হোসেন কে গ্রেফতার করনে গোসাইরহাট থানার পুলিশ।এ নিয়ে কুচাইপট্রি ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দীন সপ্বন বর্তমানে পলাতক রয়েছে।গোসাইরহাট উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানাযায় জেলেদের জন্য প্রতি বছর বিজেএফের চাল বরাদ্দ আসে ৬৯২ জেলের মধ্যে জন প্রতি ৪০ কেজি করে চাল দেয়ার হয়,কিন্তু সেখানে তারা ৩৪ কেজি করে চাল দিতো এমন অভিযোগ ও স্থানীয় জেলেদের কাছথেকে পাওয়া গেছে।উপজেলা প্রশাসন জানান বর্তমানে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।     

No comments:

Post a Comment