হোমনায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত ও বাজার মনিটরিংয়ে ইউএনও - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

29 April, 2020

হোমনায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত ও বাজার মনিটরিংয়ে ইউএনও


মইনুল ইসলাম মিশুক, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ঢাকা গাজীপুর টঙ্গী থেকে আগত ব্যাক্তির পরিবারকে হোম কোয়ারেন্টাইন ও রমাজান উপলক্ষে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। উপজেলা সদরসহ কয়েকটি বাজারে হোমনা পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় (বাস স্ট্যান্ড সংলগ্ন) প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর এ যৌথ অভিযান পরিচালিত হয়। বুধবার বেলা এগারোটার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে মসল্লাসহ নিত্যপণ্যের দাম যাতে বাড়াতে না পারে সে লক্ষ্যে প্রতিটি দোকানে মূল্যতালিকা টানানো হয়েছে। খবর ছিল পৌরসভার ৫ নং ওয়ার্ডে এক ব্যক্তি সপবিারে গাজীপুর টঙ্গী থেকে এসছে। করোনার প্রভাব মোকাবেলায় তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।


No comments:

Post a Comment