গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে দুই পুলিশ কনস্টেবলকে মাধরের ঘটনায় গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহবায়ক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১, ৩২, ৩৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রুহুন নেছা রুনাকে আটক করেছে বাসন থানা পুলিশ।শনিবার (১৪ মার্চ) দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ( জিএমপি) ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, যুব মহিলা লীগের নেত্রী রুহুন নেছা উল্টা পথে গাড়ি চালাচ্ছিল। কর্তব্যরত অবস্থায় দুই কনস্টেবল তাকে বাধা দিলে তিনি গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের চড়-থাপ্পড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে পুলিশ তাকে আটক করে বাসন থানায় সোপর্দ করে।
বাসন থানার ওসি চৌধুরী একেএম কাউসার আহম্মেদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, পোশাক পরিধান অবস্থায় দুই পুলিশ সদস্যকে মারধর করে যুব মহিলা লীগ নেত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুহুন নেছা রুনা। তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment