ঢাকার বাইরে প্রথম গাজীপুরে চালু হচ্ছে ই-পাসপোর্ট - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

02 March, 2020

ঢাকার বাইরে প্রথম গাজীপুরে চালু হচ্ছে ই-পাসপোর্ট


ডেস্ক রিপোর্টঃ  
ঢাকার বাইরে প্রথম গাজীপুরে চালু হচ্ছে ই-পাসপোর্ট।

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন জানান, ঢাকার উত্তরা, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে এ কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যে।

মঙ্গলবার গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন জমা নেওয়ার জন্য যাবতীয় সরঞ্জাম বসানোর কাজ শুরু হবে।

পরে ই-পাসপোর্টের জন্য সেন্ট্রাল সার্ভারের সঙ্গে সংযুক্ত করা হবে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস। চলতি সপ্তাহেই ই-পাসপোর্টের আবেদন জমা নেওয়া শুরু হতে পারে।

তিনি বলেন, ই-পাসপোর্ট হবে ৪৮ ও ৬৪ পাতার। মেয়াদ হবে ৫ ও ১০ বছর। ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি সাধারণ পাসপোর্টের জন্য ফি লাগবে ৩ হাজার ৫০০ টাকা। সাত দিনের মধ্যে (জরুরি) পেতে হলে ৫ হাজার ৫০০ টাকা ও দু’দিনে (অতি জরুরি) পাওয়ার জন্য লাগবে ৭ হাজার ৫০০ টাকা।

সুত্রঃ সমকাল

No comments:

Post a Comment