গাজীপুরস্থ সিরাজগঞ্জ কল্যান সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

14 March, 2020

গাজীপুরস্থ সিরাজগঞ্জ কল্যান সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


"মাদককে না বলুন " হাত তুলে শপথ নিচ্ছেন মেয়র সহ সকল সদস্য 
রবিউল করিম রবি, গাজীপুর প্রতিনিধি ঃ     
গাজীপুরস্থ সিরাজগঞ্জ কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ই মার্চ গাজীপুরের আমতলি ছুটি পার্কে এই বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। এদিন পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে পাখির কলতানে আনন্দ ও ভালোবাসায় সবাই মিলে নাচে গানে মেতেছিলেন সিরাজগঞ্জের সকলে।  

বনভোজনে সিরাজগঞ্জ কল্যাণ সমিতির সব সদস্যসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম আশানুর বিশ্বাস মেয়র,বেলকুচি পৌরসভা, সিরাজগঞ্জ।

দিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবাই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বনভোজনটিকে প্রাণবন্ত করে তোলেন।


সিরাজগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি মেজর এস আই এ বাতেন (অবঃ) ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, সারা দিন সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করেছি । ছোট বড় সবাই মিলে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছি। মুক্ত প্রাকৃতিক পরিবেশে সবাই হারিয়ে গিয়েছিল মুক্ত বিহঙ্গের মতো।দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সকলে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গিকার করেন।    
আলোচনা সভায় অংশগ্রহণ করেন ডাক্তার, প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষাবিদ পরে সম্প্রতি বিশ্বব্যাপী মহামা’রি ভাইরাস করোনা সম্পর্কে অবহিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর এন,এ খাঁন ইমরান এমবিবিএস(ডিএমসি),এফসিজিপি,এফআরএইচ (ইউকে) এবং মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকের বিরুদ্ধে হাত তুলে শপথ বাক্য পাঠ করানো হয়।

পরে সবার আকাঙ্ক্ষিত আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রথম বিজয়ীকে একটি ডীপ ফ্রিজ সহ মোট ৪৫ টি পুরষ্কার তুলে দেয়া হয়।   এরপর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন,এ ধরনের বনভোজন নিজ জেলার মানুষের মধ্যে আত্মার বন্ধন দৃঢ় করতে সাহায্য করে।

শেষে যারা বনভোজনে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সার্থক ও সুন্দর করে তুলেছেন তাঁদের সবাইকে সিরাজগঞ্জ কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments:

Post a Comment