নূরুল হক (কুন্ডলী) এর কবিতা | উদার খোকা - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

17 March, 2020

নূরুল হক (কুন্ডলী) এর কবিতা | উদার খোকা


উদার খোকা 
মোঃনূরুল হক (কুন্ডুলী)

ঊনিশশো বিশ সালে জন্ম তোমার
গোপালগঞ্জের  টুঙ্গিপাড়া  গ্রামে     
বাঙালি জাতির ফুটলো হাসি  
সতেরোই  মার্চে  দিল  সাক্ষী। 

মা বাবা আদর করে
ডাকতো খোকা বলে । 

উদার মায়ের উদার শিশু
চিন্তা করতেন না নিজের কিছু। 

গরীব দুঃখীর জন্য ভালোবাসা
  ছিল হৃদয় মাঝে
তাদের নিয়ে বিভোর থাকতেন 
 সকাল দুপুর সাঝে । 
  
ছোটবেলা থেকে ছিলেন উদার
নিজের  চাদর দিলেন পরিয়ে   

পথের মানুষ বস্ত্রহীনের গায়ে
মধুমতির তীরে গড়া এ মধুমালা ।  

 মনটা যে তোমার  অনেক  বড়
হয় না যে কভু  তার  তুলনা
যতদিন রবে আকাশ বাতাস 
আমরা ততদিন ভুলবো না।        

তোমার উদারতা পেলাম আমরা
বিশ্বে স্বাধীন বাংলাদেশের নাম
তিনি  হলেন  জাতির  জনক 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

No comments:

Post a Comment