গার্মেন্টস জীবন
জহিরুল ইসলাম ( সমিক)
গার্মেন্টস মানে অন্নহীনকে অন্ন করে দান-
মৃত্যু ক্ষুদা বেঁচে থাকার যুদ্ধ অভিযান।
গার্মেন্টস মানে ভোরের পাখির আগে জেগে ওঠা-
কখন যেন বেঁজে ওঠে অফিস টাইম টা।
গার্মেন্টস মানে নির্যাতিত নারীর নীরব কান্নার শেষ-
জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিবে বেশ।
গার্মেন্টস মানে অন্নের চাকা শ্রমিকের গামে গড়া-
কথার চাবুক অর্থের গ্লানি নিরবে ভুগছে ওরা।
গার্মেন্টস মানে হৃদয় তরে অচিন সপ্নের তরী-
মা বাবা - ভাই বোনদের সুখের নীরে পাড়ি।
গার্মেন্টস জীবন কষ্ট গ্লানি রক্ত ঘামে মাখা -
অল্প কটা পয়সা মেলে যদি ঘুরে মিলের চাকা।
গার্মেন্টস মানে মুখে হাসি বুকে বল-
পিছনে যে যাই বলুক সামনে এগিয়ে চল।
গার্মেন্টস মানে প্রতিদিন বেঁচেগিয়েও একবার মরা-
পিছু হটবে কোথা ভেবে দেখো পরিবারের চেয়ে আছে ওরা।
No comments:
Post a Comment