আব্দুল করিম, চট্রগ্রাম মহানগর প্রতিনিধি ঃ
চট্রগ্রাম নগরের নন্দনকানন এলাকার মুসলিম হলের সামনে টেম্পুর ধাক্কায় মো. রফিক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক কিশোরগঞ্জ জেলার সিরাজ মিয়ার ছেলে।
তিনি রিয়াজউদ্দিন বাজার এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা যায়।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, রিয়াজউদ্দিন বাজার যাওয়ার পথে একটি টেম্পুর ধাক্কায় গুরুতর আহত হন রফিক। পরে তাকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
No comments:
Post a Comment