গাজীপুরে এসএসসি পরীক্ষার্থী নিয়ে উধাও শিক্ষক - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

27 February, 2020

গাজীপুরে এসএসসি পরীক্ষার্থী নিয়ে উধাও শিক্ষক



গাজীপুর প্রতিনিধিঃ  
গাজীপুরে এস এস সি পরীক্ষার্থীনী অপহরণের পাঁচ দিনেও কোথায় আছে মেয়ে জানেন না তার পরিবার। গত রোববার গাজীপুর মহানগরের পুবাইলের ভাদুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি শেষে বের হলে শিক্ষক ফয়সাল তাকে নিয়ে উধাও হয়ে গেছেন।এসময় সাথে থাকা পরীক্ষার্থীর মা বাধা দিলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মেয়েকে নিয়ে যায় বলে জানান এলাকাবাসি। কেন্দ্রের বাইরের চটপটি দোকানের সামনে ওই ছাত্রীকে নিয়ে একই প্রতিষ্ঠানের শিক্ষক ফয়সাল পালিয়ে যান। স্থানীয় আবির বিদ্যানিকেতন থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ওই অপহৃত ছাত্রী।
তার বাবা বাবুল মিয়ার অভিযোগ, রোববার তার মেয়ে এসএসসি পরীক্ষা দিয়ে হল থেকে বের হতেই শিক্ষক ফয়সাল ও তার সহযোগীরা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় ওই ছাত্রীর মা বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় তারা। চারদিন পরও মেয়ে কোথায় আছে জানেন না তিনি। এ ঘটনায় পুবাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ছাত্রীর বাবা বাবুল মিয়া। একই সঙ্গে অপহরণ মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
পুবাইল মেট্রো থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, আবির বিদ্যানিকেতনে ভাঙচুর হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি শিক্ষক ফয়সাল এসএসএসি পরীক্ষার্থীকে নিয়ে উধাও হয়েছেন। তবে থানায় এখনও মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আবির বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নুরজাহান খানম বলেন, অভিযুক্ত শিক্ষককে ছয় মাস আগে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। শুনেছি ছাত্রীকে নিয়ে পালিয়েছে শিক্ষক। পরে আবার দুই পরিবার মিলে গেছে।

No comments:

Post a Comment