ছন্নছাড়া আরিফ এর কবিতা " ঘুম " - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

05 February, 2020

ছন্নছাড়া আরিফ এর কবিতা " ঘুম "

ঘুম
ছন্নছাড়া আরিফ

ঘুম ভাঙতেই আজব শহর,আজব লাগে সব
ঘুম ভাঙতেই হাজার শব্দ হাজার কলরব
ঘুম ভাঙতেই আমার আমি থাকছিনা তো আর
ঘুম ভাঙতেই স্বপ্ন গুলো ভাঙছে হাজার বার

ঘুমের ঘোরে আমি প্রেমিক, বড্ড ভালোবাসি
ঘুমের ঘোরে আমি স্বাধীন আমার কাব্যে ভাসি
ঘুমের ঘোরে আমার মতো নয়তো কেও আর বড়
ঘুমের ঘোরে জরতা সব করছি জড়োসড়ো 

ঘুমের নামে চোখ বুজে সব শুনছি, নিচ্ছি মেনে
ঘুমের নামে যন্ত্রনা সব রাখছি পথে টেনে
ঘুমের নামে অন্ধকারকে দিচ্ছি বাহাদুরি, 
ঘুমের নামে ঘুমাচ্ছি কি,?নাকি করছি ছলচাতুরী,? 

ঘুমের দেশে সরল ঘুমায়,অন্ধকারটা গাঢ়
ঘুমের ঘোরে ভুল বারছে,ভুল মানছে আরো হাজারো,
ঘুমে থেকে কেইবা জানি গড়ছে নিজের পথ,
আমার ঘুমের মাঝে জাগার সুযোগ অবরোধ।

No comments:

Post a Comment