আব্দুল করিম, চট্রগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রামে দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগরীর সরাইপাড়া ঝর্ণাপাড়া এলাকায় আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সিএমপি’র পশ্চিম জোনের উপ-কমিশনার ফারুকুল হক জানান, সন্ধ্যায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, সরাইপাড়া ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাবের আহমেদ এবং আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী নুরুল আমিনের সমর্থকরা শুক্রবার বিকেলে ১২ নম্বর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
No comments:
Post a Comment