গাজীপুরে ট্রেনে কাটা পরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

13 February, 2020

গাজীপুরে ট্রেনে কাটা পরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু



নিহত কাওসার আহমেদ   

মোঃ মোখলেছুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাবর এলাকায় সেলফী তুলতে গিয়ে ট্রেনে কাটা পরে কাওসার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি)  বিকেলে এই  দূর্ঘটনা  ঘটনা ঘটে। নিহত কাওসার কোনাবাড়ী রিচ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসএসসি পরিক্ষার্থী দিচ্ছিলেন। 

প্রত্যক্ষ দর্শী ও তার সহপাঠীরা  জানান,বন্ধুদের সাথে ঘুরতে  এসে কালিয়াকৈর উপজেলার বরবর এলাকায় জয়দেবপুর – রাজশাহী রেললাইনের ব্রিজের পাশে দাঁড়িয়ে  ছবি তুলতে গিয়ে রেললাইনের স্লিপারের সঙ্গে পা ফসকে পড়ে যায় কাওসার। এসময় দ্রুতগামী ট্রেনের  আঘাতে  তার দুপা কেটে যায় এবং তার মুখমণ্ডল থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসী এবং পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত কাওসার গাজীপুর  সিটি কর্পোরেশনের    কোনাবাড়ী থানাধীন দক্ষিণ হরিনাচালার সানোয়ার হোসেনের ছেলে।

No comments:

Post a Comment