আলো ডেস্কঃ
গাজীপুরের কোনাবাড়ীতে মুরগী ব্যাবসায়ী অধিক লাভের আশায় লবন মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়ায় আজ ১৯/১১/২০১৯ তারিখে গাজীপুর জেলার সম্মানিত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম.তরিকুল ইসলাম স্যারের নির্দেশে ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহীনুর ইসলাম স্যারের তত্ত্বাবধানে কুদ্দুসনগর কোনাবাড়ীর জরুন দশতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১)(ঠ) ধারায় বাজারে লবণের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একজনকে ১০০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত নজরুল ইসলাম (৩০) মূলত একজন মুরগী ব্যবসায়ী। অধিক মুনাফার আশায় তিনি তার মুরগী বিক্রির দোকানে ৪৫ বস্তা লবণ মজুদ করেন। মোবাইল কোর্ট পরিচালনায় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় সাংবাদিক, কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ এবং ব্যাটেলিয়ন আনসার সহযোগিতা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ।
No comments:
Post a Comment