মুরগী ব্যবসায়ী লাভের আশায় লবণ বিক্রেতা, জরিমানা দশ হাজার - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

20 November, 2019

মুরগী ব্যবসায়ী লাভের আশায় লবণ বিক্রেতা, জরিমানা দশ হাজার



আলো ডেস্কঃ 
গাজীপুরের কোনাবাড়ীতে মুরগী ব্যাবসায়ী অধিক লাভের আশায় লবন মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়ায়  আজ ১৯/১১/২০১৯ তারিখে গাজীপুর জেলার সম্মানিত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম.তরিকুল ইসলাম স্যারের নির্দেশে ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহীনুর ইসলাম স্যারের  তত্ত্বাবধানে কুদ্দুসনগর কোনাবাড়ীর জরুন দশতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১)(ঠ) ধারায় বাজারে লবণের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একজনকে ১০০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত নজরুল ইসলাম (৩০) মূলত একজন মুরগী ব্যবসায়ী। অধিক মুনাফার আশায় তিনি তার মুরগী বিক্রির দোকানে ৪৫ বস্তা লবণ মজুদ করেন। মোবাইল কোর্ট পরিচালনায় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় সাংবাদিক, কোনাবাড়ী মেট্রো থানা  পুলিশ এবং ব্যাটেলিয়ন আনসার সহযোগিতা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ।

No comments:

Post a Comment