মাগুরায় নসিমনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

20 October, 2019

মাগুরায় নসিমনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


মামুনুর রশীদ, মাগুরা প্রতিনিধিঃ   
মাগুরা শহরের কাঁচাবাজার আড়ত এলাকায় নসিমনের ধাক্কায় অমরেন্দ্রনাথ বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায় সকালে শহরের কাঁচাবাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি নসিমন অমরেন্দ্রনাথ বিশ্বাসকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।  
এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

4 comments: