দাম কমছে পেঁয়াজের - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

11 October, 2019

দাম কমছে পেঁয়াজের

Image result for onion








আমদানি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধিতে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম এখন কেজিতে প্রায় ১৫ টাকা কমেছে। বিক্রেতারা বলছেন, আমদানিতে সরবরাহ আরও বাড়লে দাম আরও কমে আসবে। 

আজ বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকায় পাওয়া গেছে। 
আগের সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকা ছিল। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তথ্য অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দর কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ৬৫ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে ৭০ থেকে ৮০ টাকায় নেমেছে।

No comments:

Post a Comment