গাজীপুরে ৪ শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

16 September, 2019

গাজীপুরে ৪ শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ

   

গাজীপুর প্রতিনিধিঃঃ গাজীপুরের অন্যতম বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে থেকে আজ সকাল ৮ ঘটিকার সময় ৪ শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেন  উক্ত কলেজের ছাত্রলীগের কর্মীরা।    

এসময় ৪ জনকে আটক করেন বলে জানান বাসন থানা পুলিশ।
কলেজের জনপ্রিয় ছাত্রলীগ নেতা রবিন সরদার মুঠোফোনে বলেন, কলেজে বর্তমানে ছাত্রলীগের কমিটি না থাকায় ছাত্রশিবির মেধাবীদের টার্গেট করে তৎপর হয়ে উঠেছে।            
কলেজের  ছাত্রলীগ কর্মী সিমন এবং সাদিক হোসাইন জানান,  শিবির কর্মীরা অনেকদিন যাবত কলেজে কর্মী সংগ্রহের কাজ করে আসছিল। তাদের মধ্যে জাকির হোসেন (২১), আব্দুল্লাহ ফয়সাল (২০), মেহেদী হাসান রনি (২১), নুরুল আমিন (২০) ভাওয়াল কলেজে শিবির কর্মী হিসেবে কাজ করে যাচ্ছিল। ফয়সাল আহমেদ জানান, ভাওয়াল কলেজে একটি কমিটি রয়েছে শিবিরের। 

ছাত্রলীগের কর্মীরা জানান, গতকাল রাতে আমরা জানতে পারি তারা কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপবৃত্তির লোভ দেখিয়ে  ২৫-৩০ জনকে একটি প্রোগ্রামের কথা বলে। এ ব্যপারে কলেজ কর্তৃপক্ষ অজ্ঞাত বলে জানান। আমরা তাদের সাথে ফোনে কৌশলে কথা বলে আটক করি। 
এসময় উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর জেরিনা সুলতানা সহ কলেজের শিক্ষকবৃন্দ।
অধ্যক্ষ প্রফেসর জেরিনা সুলতানা বলেন, তাদের আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।  প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।  এছাড়া আরো জানান,  যারা এদের ধরিয়ে দেবার জন্য কাজ করেছে তাদের ধন্যবাদ।
বাসন থানার সাব ইন্সপেক্টর উৎপল কুমার  জানান, তাদের বাসায় অভিযান চালিয়ে আরো দুইজনকে আটক করা হয়েছে। সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা কয়েকজন শিবির কর্মী বলে স্বীকার করেছেন। বাকিদের  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।   

1 comment: