রবিউল
করিম,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে গড়ে ওঠা
ভ্রাম্যমান স্কুল মুসাফির ইশকুল । সুবিধাবঞ্চিত শিশুদের বিনামুল্যে পাঠদান
করা হয় এই ভ্রাম্যমান ইশকুলে । মুসাফির ফাউন্ডেশন এর একটি অঙ্গ মুসাফির
ইশকুল ।মুসাফির ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইমরান হোসেন । তিনি সম্পৃতি
গ্রাজুয়েট সম্পন্ন করেছেন গাজীপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম
সরকারি কলেজ হতে ।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ ক্করে যাচ্ছে
মুসাফির ফাউন্ডেশন । রবিবার বিকাল ৩ ঘটিকার সময় স্কুলের বাচ্চাদের শীত
বস্ত্র বিতরণ করেন মুসাফির ইশকুল ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা, বাংলা বিভাগের
বিভাগীয় প্রধান অসিম বিভাকর, ,ইংরেজি বিভাগের প্রধান নিরঞ্জন বিশ্বাস,
ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, পদার্থ বিজ্ঞান বিভাগের
অধ্যাপক আবুল কাশেম, এডভোকেট আনোয়ার, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরিফ
আহমেদ শামিম সহ মুসাফির ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ ।
No comments:
Post a Comment