তরুণ সাংবাদিক রবিউল করিম রবির শুভ জন্মদিন - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

09 December, 2018

তরুণ সাংবাদিক রবিউল করিম রবির শুভ জন্মদিন



ডেস্ক রিপোরটঃ আজ ১০ শে ডিসেম্বর তরুণ সাংবাদিক রবিউল করিম রবির শুভ জন্মদিন । তিনি সাংবাদিকতা পেশা হিসেবে না নিলেও মনে প্রানে সাংবাদিকতার যে আদর্শ তা বুকে লালন করেন । রবির জন্মস্থান সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় । বাবা পেশায় কৃষক । শত কষ্ট আর বাধা অতিক্রম করে তিনি এগিয়ে গেছেন অনেকটা পথ । বর্তমানে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে অনার্স ৪র্থ বর্ষে পড়ছেন । তিনি বর্তমানে দুইটি অনলাইন নিউজ পোর্টালে গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন ।  তার শুভ জন্মদিনে বিভিন্ন মহল জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন । 

সাংবাদিক রবির কাছে তার অতীত এবং ভবিষ্যৎ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আমার ঝোঁক খুব বেশি ছিল । তাই সাংবাদিকতাকে বর্তমানে চর্চা করছি । আমি চাই একজন আদর্শ এবং বস্তুনিষ্ঠ সত্য লেখক যেদিন হতে পারব সেদিন পেশা হিসেবে গ্রহন করব ।
তিনি আরো বলেন, লেখালেখি ছাড়াও আমি অভিনয় খুব পছন্দ করি । লেখালেখির পাশাপাশি আমি ইউটিউব ভিডিও বানাই । আমার চ্যানেলের নাম হলো “Braintube24” এটাকে আমি অনেক পপুলার করতে চাই ।
জন্মদিনে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন ।

No comments:

Post a Comment