![]() |
১ ডিসেম্বর থেকে অনলাইনে কলেজ টিসির আবেদন শুরু (ছবি : সংগৃহীত) |
২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের কলেজ টিসির আবেদন শুরু হয়েছে। আজ (১ ডিসেম্বর) থেকে আগামী ১৫ ডিসেম্বর পযর্ন্ত অনলাইনে আবেদন করা যাবে।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ঢাকা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (ক্লিক করুন) eTC বাটনে ক্লিক করে টিসি আবেদন ফরম পূরণ করে Submit Your Application বাটনে ক্লিক করতে হবে। আবেদন সাবমিট হওয়ার পর শিক্ষার্থী প্রদত্ত মোবাইল নম্বরে একটি গোপনীয় Security Code সহ SMS পাবে এবং এই Security Code দিয়ে শিক্ষার্থী পরবর্তী সময়ে তার আবেদনে প্রবেশ করতে পারবে ও আপডেট জানতে পারবে।
টিসি আবেদনের ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে এ ফি জমা দিতে হবে।
No comments:
Post a Comment