![]() |
( ফাইল ছবি ) |
স্টাফ রিপোর্টার
'আমরা
যখন নতুনদের নিয়ে দেশ গড়তে চাই, তখনই তারা আমাদের সামনে এগুতে দিচ্ছে না।
আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে সোনার বাংলা করতে চাই। আপনারা তা না করে
এককভাবে ক্ষমতা দখল করে বসে থাকতে চান। রাজনীতি নিয়ে ব্যবসা করছেন
আপনারা'-এমনটাই মন্তব্য করেছেন আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল হওয়ার পর গতকাল শুক্রবার
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদের আয়োজনে নাগরিক সভায় এসব কথা বলেন।
এসময় হিরো আলম বলেন, আমরা রাজনীতি নিয়ে ব্যবসা করছি না আর করবও না। আপনাদের এ ব্যবসা বন্ধ করুন আমাদের সামনে এগিয়ে যে?তে দিন।
আমি পাগল না, রাজনৈতিক নেতরাই পাগল উল্লেখ করে আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম বলেন, আমাকে নিয়ে নাকি মিডিয়া পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে- রাজনৈতিক নেতারা, ঘুষখোর, রাজাকাররা। যদি আমরা সাধারণ মানুষ পাগল হই, তাহলে ওরাও পাগল। যারা এসব বলে তারা মূলত প্রতিভাকে সম্মান দিতে জানে না। প্রতিভাকে গলা টিপে মেরে ফেলতে চায়।
হিরো আলম আরো বলেন, বর্তমান দেশের জনগণ আওয়ামী লীগ বা বিএনপি'র কাউকে চায় না। জনগণ চায় আমাদের মতো স্বতন্ত্র প্রার্থীকে। আর তার জন্য স্বতন্ত্রদের জন্য ১ শতাংশ জনসমর্থন আইন করা হয়েছে, যা?তে স্বতন্ত্র থে?কে নির্বাচন না কর?তে পা?রে।
তিনি আরো বলেন, সত্য কথা বলা যায় না, বললেই জেলে যেতে হয়। না হলে গুম হতে হয়। নির্বাচন কমিশন যদি বুঝতো আমাদেরই কষ্টটুকু তাহলে এই আইন পাস করত না। আমাদের নমিনেশন যদি বৈধ না করা হয়, আমরা প্রয়োজন হলে উচ্চ আদালত পর্যন্ত যাব। আর তাও না হলে আমাদের যার যার আসনে নির্বাচন হতে দিব না। অনেকেই আমাদের মিডিয়াকে দোষ দিচ্ছেন। মিডিয়ার লোকেরা নাকি আমাকে নিয়ে বেশি লাফালাফি করে।
নাগরিক সভায় স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক মো. মাহমুদুল হাসান, এডভোকেট ফারুক রেজা প্রমুখ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল হওয়ার পর গতকাল শুক্রবার
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদের আয়োজনে নাগরিক সভায় এসব কথা বলেন।
এসময় হিরো আলম বলেন, আমরা রাজনীতি নিয়ে ব্যবসা করছি না আর করবও না। আপনাদের এ ব্যবসা বন্ধ করুন আমাদের সামনে এগিয়ে যে?তে দিন।
আমি পাগল না, রাজনৈতিক নেতরাই পাগল উল্লেখ করে আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম বলেন, আমাকে নিয়ে নাকি মিডিয়া পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে- রাজনৈতিক নেতারা, ঘুষখোর, রাজাকাররা। যদি আমরা সাধারণ মানুষ পাগল হই, তাহলে ওরাও পাগল। যারা এসব বলে তারা মূলত প্রতিভাকে সম্মান দিতে জানে না। প্রতিভাকে গলা টিপে মেরে ফেলতে চায়।
হিরো আলম আরো বলেন, বর্তমান দেশের জনগণ আওয়ামী লীগ বা বিএনপি'র কাউকে চায় না। জনগণ চায় আমাদের মতো স্বতন্ত্র প্রার্থীকে। আর তার জন্য স্বতন্ত্রদের জন্য ১ শতাংশ জনসমর্থন আইন করা হয়েছে, যা?তে স্বতন্ত্র থে?কে নির্বাচন না কর?তে পা?রে।
তিনি আরো বলেন, সত্য কথা বলা যায় না, বললেই জেলে যেতে হয়। না হলে গুম হতে হয়। নির্বাচন কমিশন যদি বুঝতো আমাদেরই কষ্টটুকু তাহলে এই আইন পাস করত না। আমাদের নমিনেশন যদি বৈধ না করা হয়, আমরা প্রয়োজন হলে উচ্চ আদালত পর্যন্ত যাব। আর তাও না হলে আমাদের যার যার আসনে নির্বাচন হতে দিব না। অনেকেই আমাদের মিডিয়াকে দোষ দিচ্ছেন। মিডিয়ার লোকেরা নাকি আমাকে নিয়ে বেশি লাফালাফি করে।
নাগরিক সভায় স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক মো. মাহমুদুল হাসান, এডভোকেট ফারুক রেজা প্রমুখ।
#ক্রেডিটঃ দৈনিক জনতা
No comments:
Post a Comment