সিরাজগঞ্জ চুরি যাওয়া গরু উদ্ধার করলো জিএমপির নব-গঠিত কাশিমপুর থানা পুলিশ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

10 December, 2018

সিরাজগঞ্জ চুরি যাওয়া গরু উদ্ধার করলো জিএমপির নব-গঠিত কাশিমপুর থানা পুলিশ

আটকৃত তিন গরু চোর

রবিউল করিম,গাজীপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থেকে চুরি যাওয়া গরু উদ্ধার হয় গাজীপুর জেলার  কাশিমপুর বাড়েন্ডা মধ্যপাড়া এলাকার হাজী মোঃ চাঁন মিয়া মৃধা বসতবাড়ী হতে । জনাব আকবর আলী খান সাহেব এর নেতৃত্বে অত্র থানার চৌকস টিমের অভিযানে চুরি যাওয়া গবাদিপশু (গরু) উদ্ধার সহ ০৩ (তিন) চোর আটক করে কাশিমপুর মেট্র থানা পুলিশ । আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন/২০১৮ উপলক্ষে সাড়াদেশে চলছে ব্যস্ততম গুরুত্বপূর্ণ নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রক্ষার্থে পুলিশী অভিযান ঠিক সেই সময়ই নব-গঠিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ শ্রেষ্ট ওসি (জিএমপি) পুরস্কার প্রাপ্ত, যার হাত দিয়ে তিল তিল করে গড়ে উঠতে শুরু করেছে নতুন মেট্টো কাশিমপুর থানা । এলাকার জন-মনে সস্তির নিঃশ্বাস, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ' এর জমদূত । 
আটককৃত ১। মোঃ আঃ সালাম (২২) কুড়িগ্রাম জেলার নাগেরশ্বরী থানার সাতখোয়া গ্রামের মোঃ কুদ্দুস আলীর ছেলে, আটককৃত ২। কাজী মোঃ তানহারুল হক  তারেক (৩৪) বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার শ্রীপুর গ্রামের কাজী ওবায়দুল হক এর ছেলে, আটককৃত ৩। মোঃ সেলিম খান (২৮) মিনি-ট্রাক ড্রাইভার মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার আলগীরচর গ্রামের মোঃ সালাম খান এর ছেলে। আটক কৃতদের বিরুদ্ধে নব-গঠিত কাশিমপুর থানায় হাজী মোঃ চাঁনমিয়া মৃধা বাদী হয়ে নিয়মিত চুরি মামলা দায়ের করেন।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জানান,আজ আসামীদের কোর্টে প্রেরন করা হয়েছে ।

No comments:

Post a Comment