
স্থানীয়রা জানায়, গেল রাত ১টার দিকে বলারামপুর এলাকার মিজান মিয়ার সিএনজির গ্যারেজে আগুন লাগে। মুহুর্তের মধ্যে পুরো গ্যারেজ ও পাশর্^বর্তী পার্সের দোকানে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়দের পাশাপাশি খবর পেয়ে এক ঘন্টা পর আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এরই মধ্যে আগুনে পুরে যায় গ্যারেজে থাকা ৯টি সিএনজি চালিত অটোরিক্সা, ২টি মাইক্রোবাস এবং পার্সের দোকানের মালামাল।
এ ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গ্যারেজ মালিক মিজান মিয়া। দূর্বৃত্তদের দেয়া আগুনের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি।
No comments:
Post a Comment