রবিউল করিম,গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সদর থানার সুকুন্দি গ্রামে ২০১৭ সালে আলোর বার্তা পাঠাগারের যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় এক বছর পুর্তি উদযাপন করেন পাঠাগার কমিটি । শনিবার দুপুরে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপিত হয়।এ সময় পাঠাগারের গুরুত্ব তুলে ধরেন আলোচক বৃন্দ। ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক বলেন, " পাঠাগারের গুরুত্ব বলে শেষ করা যাবেনা । বর্তমানে, যারা শিক্ষার্থী রয়েছে তারা মোবাইলে বেশি আসক্ত। তাদের পাঠাগারে আকৃষ্ট করাই হবে মুল লক্ষ"।
এছাড়া গাজীপুর জেলা গণ পাঠাগারের লাইব্রেরিয়ান জনাব রুবিনা মিরাজ বলেন," একটি এলাকার পাঠাগার হল সেই এলাকার জ্ঞানের ভাণ্ডার। তিনি আরো বলেন,আলোর বার্তা পাঠাগার সরকারি রেজিস্ট্রেশন করার জন্য সার্বিক সহযোগীতা করব। এসময় প্রতীকী হিসেবে অনুষ্ঠানে কিছু বই পাঠাগারে প্রদান করেন সম্মানী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কবিতা আবৃতি, সংগীতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঠাগারের সভাপতি এডভোকেট জালাল উদ্দিন, জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত, চেয়ারম্যান আক্তারুজ্জামান শুকুর, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, লাইব্রেরিয়ান রুবিনা মিরাজ,কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি ইমরান হাসান সহ এলাকার গণ্যমান্
No comments:
Post a Comment