অনু হাসান,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় নাইম হাসান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম হাসান উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজীর (আইইউবিটি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র।
নিহত নাইম হাসান পাবনার আতাইকুলা গ্রামের আবুল হাসেমের ছেলে। তবে বর্তমানে টঙ্গীর আউচপাড়া এলাকায় পরিবারের সাথে থাকতেন।
পত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্ট্রো-ট ১১-৯১৬৩) টঙ্গী পেীরসভার সামনে দিয়ে গাজীপুরের দিকে ইউটার্ণ নেওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা ঐ শিক্ষার্থীকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়।
ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে টঙ্গী পশ্চিম থানায় নেওয়া হয়েছে। চালক পালিয়ে যেতে সক্ষম হলেও তার হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুপ্তজনতা।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment